কুমিল্লা প্রতিনিধি: ১৪০ কেজি গাঁজাসহ একটি টয়োটা মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া গ্রাম থেকে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হয়। এ সময় একটি টয়োটা মাইক্রোবাসকে থামার নির্দেশ দেওয়া হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ গাড়িতে থাকা আরও দুজন দৌড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় মেম্বার ও উপস্থিত লোকজনের সামনে গাড়ি তল্লাশি করে ৭টি চটের বস্তায় রাখা ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনকারী মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।