ভিডিও

বগুড়ায় চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ছুরিকাঘাত

প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ১০:৫৯ রাত
আপডেট: জুন ২৯, ২০২৪, ১০:৫৯ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের উপকন্ঠে ছিলিমপুর এলাকায় আজ শনিবার (২৯ জুন) বেলা ২টার দিকে সোহাগ সরকার (৩৫) নামের এক ঠিকাদারকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করা হয়েছে।

ওই এলাকার বাসিন্দা মো: সানোয়ার হোসেনের ছেলে উক্ত সোহাগ সরকার প্রতিবেশী জনৈক আল তৌফিক মন্ডল চাদাঁ না পেয়ে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটনায় বলে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোহাগ সরকার ওই এলাকায় নতুন বাড়ি করার পর থেকে হামলাকারী যুবক প্রায়ই তার কাছ থেকে টাকা পয়সা নিত। এ পর্যায়ে ঈদের আগে তার কাছে একলাখ টাকা চাঁদা দাবি করে।

কিন্তু তা দিতে রাজি না হওয়ায় তার বিভিন্নভাবে হুমুক ধামটি দেওয়ার এক পর্যায়ে আজ শনিবার (২৯ জুন) তিনি বেলা ২টার দিকে বাড়ির কাছাকাছি তার প্রাইভেট কার থেকে নামার পরপরই এই হামলার শিকার হন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS