ভিডিও

হুমকির মুখে সোনাতলার ভেলুরপাড়া সৈয়দ আহম্মদ কলেজ সড়ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ১১:০২ রাত
আপডেট: জুন ২৯, ২০২৪, ১১:০৭ রাত
আমাদেরকে ফলো করুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলার ভেলুরপাড়া-সৈয়দ আহম্মদ কলেজ সড়ক হুমকির মুখে। সড়ক সংলগ্ন একটি পুকুরের কারণে হুমকির মুখে রেললাইনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।

উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণে ভেলুরপাড়া রেলস্টেশন। ওই স্টেশনের পশ্চিম পাশ দিয়ে রয়েছে ভেলুরপাড়া-সৈয়দ আহম্মদ কলেজ সড়ক। সড়কসংলগ্ন একটি পুকুর থাকায় দীর্ঘদিন যাবত ভাঙনে পুকুরের পূর্ব পাশে ভেলুরপাড়া রেলস্টেশন, রেললাইন ও জনগুরুত্বপূর্ণ সড়কটি পুকুরের গর্ভে ভেঙে যাচ্ছে।

এতে করে প্রতিনিয়ত ওই সড়কে চলাচল করতে গিয়ে হুমকির মুখে পড়তে হচ্ছে পথচারীদের। দীর্ঘদিন যাবত পুকুরটির চারপাশে ভাঙনের ফলে পুকুর থেকে মাত্র কয়েক গজ দূরে ভেলুরপাড়া রেলস্টেশন ও বোনারপাড়া-সান্তাহারগামী রেললাইনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অপরদিকে স্টেশনের পিছন দিয়ে ভেলুরপাড়া-কলেজ সড়কটির একাংশ ইতোমধ্যেই ভাঙনের কবলে পড়েছে।

ফলে রাস্তাটির কিছু অংশ খানাখন্দকে পরিণত হয়েছে। এতে রেল যাত্রী ও  শিক্ষার্থীসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সড়কটিতে চলাচল করছেন। এ বিষয়ে এলাকাবাসীরা বলেন, দিনের বেলা কোন রকমে ওই পথ দিয়ে চলাচল করা গেলেও রাতের অন্ধকারে পথচারীদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।

রেল কর্তৃপক্ষের কাছ থেকে এলাকার মাহমুদুল হাসান স্বপন ওই পুকুরের একাংশ লিজ নিয়ে দীর্ঘদিন যাবত মাছ চাষ করে আসছেন। পুকুরটির পূর্ব ও পশ্চিম পাড়ে ভাঙনের ফলে সড়কসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়লেও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

এ ব্যাপারে পুকুরে মাষ চাষ করা মাহমুদুল হাসান স্বপন বলেন, রাস্তা ভাঙন রোধে পদক্ষেপ নেবে এলজিইডি কর্তৃপক্ষ। এখানে আমি ব্যক্তিগতভাবে ভাঙনরোধে কী ব্যবস্থা নিতে পারি? এ বিষয়ে সোনাতলা স্টেশন মাস্টার প্রদীপ কুমার মোহন্ত বলেন, এ বিষয়ে রেল বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক বলেন, রাস্তাটি খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS