ভিডিও

নিখোঁজের ২৪ দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ের মাজেদুর রহমানের

প্রকাশিত: জুলাই ০৫, ২০২৪, ০৬:২০ বিকাল
আপডেট: জুলাই ০৫, ২০২৪, ০৬:২০ বিকাল
আমাদেরকে ফলো করুন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : নিখোঁজের ২৪ দিনেও সন্ধান মেলেনি পৌর শহরের ঘোষপাড়া মহল্লার মো. মাজেদুর রহমানের (৭২)। আজ শুক্রবার (৫ জুলাই) অবধি তার কোন সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।

জানা যায়, ঠাকুরগাঁও পৌর শহরের ঘোষপাড়া মহল্লার মো. মাজেদুর রহমান গত ১১ জুন রাতে বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হন। তার ছেলে মো. শাহাজাহান আলী জানান, তার বাবা মাঝে মধ্যেই বিভিন্নস্থানে চলে গেলেও বাড়িতে ফিরে আসেন। পরদিন পর্যন্ত বিভিন্নস্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরি জমা করা হয়।

মো. মাজেদুর রহমানের ভাতিজা মো. হায়দার আলী বলেন, চাচা গত এক বছর পূর্বে স্ট্রোক করেন। সে সময় মানসিকভাবে বিকারগ্রস্থ হয়ে পরায় বিভিন্নস্থানে চলে যাওয়ার অভ্যাস তৈরি হয়। তবে তাকে ফিরে পেতে যাবতীয় তৎপরতা চলমান রয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS