কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের বৃষ্টিতে সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পরিমাপক দপ্তরের হিসেবে গত ২৪ ঘন্টায় যমুনার পানি সকাল ছয়টা পর্যন্ত ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে কাজিপুরের খাসরাজবাড়ী, তেকানি, নিশ্চিন্তপুর ও চরগিরিশের বিভিন্নস্থানে দেখা দিয়েছে ভাঙন। ছালাল চরে নির্মিত মুজিব কেল্লা ভাঙনের কবলে পড়েছে। যেকোন সময় তা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। ভাঙনের কবলে পড়েছে ভেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল শুক্রবার দুপুরে ওই বিদ্যালয়ে কাছে ভাঙন দেখা দেয়। স্থানীয়রা বিদ্যালয়ের একটি টিনের ঘর সরিয়ে নিয়েছে।
এছাড়াও খাসরাজবাড়ী গুইজাবাড়ি বাঁধ, তেকানি বাঁধ হুমকির মুখে রয়েছে। এরইমধ্যে অনেক পরিবার তাদের ঘরবাড়ি ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। কিন্তু ক্রমাগত বৃষ্টির কারণে তাদের দুর্ভোগ বেড়েছে অনেকগুণ। গতকাল শুক্রবার দিনভর এসব এলাকা ঘুরে দেখেছেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী জানান, আমাদের এমপি’র নির্দেশে পুরো চরাঞ্চল ঘুরে দেখেছি। সবার খোঁজ খবর নিচ্ছি। বাঁধের কাজগুলোও সচল রাখা হয়েছে। যেকোন পরিস্থিতির জন্যে প্রশাসন সতর্ক রয়েছে।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন জানান, আমরা এরই মধ্যে বানবাসীদের জন্যে বরাদ্দ পেয়েছি। জনপ্রতিনিধিদের সাথে নিয়ে চাহিদা মতো এই ত্রাণ পৌঁছে দেয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।