ভিডিও

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে রথযাত্রা উৎসব পালিত

প্রকাশিত: জুলাই ০৭, ২০২৪, ০৯:৫২ রাত
আপডেট: জুলাই ০৭, ২০২৪, ০৯:৫২ রাত
আমাদেরকে ফলো করুন

করতোয়া ডেস্ক : উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে আজ রোববার (৭ জুলাই) রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

প্রতিনিধিদের পাঠানো আরও খবর-


আদমদীঘি (বগুড়া) : আদমদীঘি উপজেলার বিভিন্ন হিন্দু পল্লীতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৭ জুলাই) দুপুর ১২ টায় আদমদীঘি সদর, সান্তাহার ও কাঞ্চনপুর মন্দিরে এই রথযাত্রা উৎসব শুরু করা হয়।

আদমদীঘি উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ছিলেন অসিত কুমার বাপ্পা ও সাধারণ সম্পাদক মিহির সরকার ও সান্তাহার রাধামাধব মন্দিরের সভাপতি প্রদীপ কুমার ভৌমিক। রথযাত্রা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, প্রাণিসম্পদ অফিসার ডা. আমিরুল ইসলাম, থানার অফিসার ইনর্চাজ রাজেশ কুমার চক্রবর্তী প্রমুখ। আগামী ১৫ জুলাই সোমবার দিন উল্টো রথযাত্রার মাধ্যমে ৯দিন ব্যাপি এই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটবে।

শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুরে রথযাত্রা উৎসব পালিত হয়েছে। গতকাল দুপুরে রথযাত্রা উপলক্ষে পৌরশহরের শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে রথ শোভাযাত্রা বের করা হয়। এর আগে জগন্নাথ মন্দির কমিটির সভাপতি সমীর কুণ্ডুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ জানে আলম খোকা, পৌর আওয়ামী লীগের সভাপতি শিল্পপতি সারোওয়ার রহমান মিন্টু, শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা। আরও বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুণ্ডু, মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুণ্ডু, কমিটির নেতা স্বপন কর্মকার প্রমুখ।

মহাদেবপুর (নওগাঁ) :  নওগাঁর মহাদেবপুরে দুপুরে শিবগঞ্জ মোড় শিব বিগ্রহ মন্দির প্রাঙ্গণে ধর্মীয় পাঁক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান মালা।

রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ. এমপির সহধর্মীনি রক্তিমা চক্রবর্ত্তী শেলী, থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আহসান হাবীব প্রমুখ।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : উল্লাপাড়ায় রথযাত্রা উপলক্ষে বিকেলে গোপাল জিউ মন্দির অঙ্গনে উপজেলা পূজা উদযাপন পরিষদ এক আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি, সহকারী কমিশনার (ভূমি) শারমীন আক্তার রিমা, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ স্বপন প্রমুখ।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : শাহজাদপুরে পৌর এলাকার সাহাপাড়া শ্রী শ্রী নিতাই গৌর বিগ্রহ সেবা সংঘ আশ্রমে এ রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌর সভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণী, সাধারণ সম্পাদক বাসু দেব দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক , সাধারণ সম্পাদক ও বাংলা খবর বিডির প্রকাশক মানিক সরকার, ধর্মীয় নেতা, সন্তোষ চন্দ্র সাহা, রাম চন্দ্র সাহা মিলন, তুষার সাহা প্রমুখ।


কাহারোল (দিনাজপুর) : দিনাজপুরের কাহারোল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ (ইস্কন) কাহারোল এর আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সকাল থেকে মন্দিরে জগন্নাথ দেবের পূজা অর্চনা, ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ এবং বিকেল ৩টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে রথটি কাহারোল ইস্কন মন্দির হতে প্রায় ৩ কি.মি. দূরে বনড়া ইস্কন মন্দিরে নিয়ে যাওয়া হয়। আবার ৭ দিন পর উল্টো রথ বনড়া মন্দির হতে কাহারোল ইস্কন মন্দিরে নিয়ে আসা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS