ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটের রাণীগঞ্জহাটের সরকারি খাদ্য গুদামের কাছে আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ট্রাকের ধাক্কায় গরুবাহী ভটভটি উল্টে ১ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে। আহত ৫ জনের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।
নিহত গরু ব্যবসায়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বানেশ্বর গ্রামের মৃত আব্দুলের ছেলে আব্দুর রশিদ (৬৫)। আহতরা হলেন- একই উপজেলার বড়ছাপুর গ্রামের আমিরুল ইসলাম (৬০), লিচকিন চাপড় গ্রামের আজিজুল হক (৬০), বানেশ্বর গ্রামের আবেদ আলী (৫৫), বাকুরাম গ্রামের তারিফ (৭০) ও তেঘরা গ্রামের লেবলু মিয়া (৩০)।
স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ন-২১-৬১৪০) আটক করতে সক্ষম হয়েছে। ভটভটিতে থাকা ৫টি গরু স্থানীয় লোকের জিম্মায় রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) দেবব্রত রায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।