ভিডিও

রংপুরের বদরগঞ্জে শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ০৬:১২ বিকাল
আপডেট: জুলাই ১৪, ২০২৪, ০৬:১২ বিকাল
আমাদেরকে ফলো করুন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে রাতের আঁধারে মহসিন আলী নামে এক কৃষকের কলাবাগানের শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে উপজেলার কালুপাড়া ইউনিয়নের শঙ্করপুর এলাকার উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, শঙ্করপুর উত্তরপাড়ার মহাসিন আলীর ১০ কাঠা (২৬ শতক) জমির ওপরে কলাবাগান রয়েছে। দু’মাসের মধ্যে গাছগুলোতে কলা আসবে। কিন্তু রাতের আঁধারে তার বাগানে থাকা অনেকগুলো কলাগাছ কেটে ফেলেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মহসিন আলী বলেন, আমার বাগানে প্রায় ৭শ’ কলাগাছ রয়েছে। গতকাল শনিবার আমি আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আজ রোববার (১৪ জুলাই) সকালে জানতে পারি রাতের আঁধারে কে বা কারা বাগানের ৭শ’ কলাগাছের মধ্যে ১০২টি কলাগাছ কেটে ফেলেছে। তারপরও বিষয়টি তদন্ত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

এবিষয়ে জানতে বদরগঞ্জ থানায় যোগাযোগ করা হলে ওসি আবু হাসান কবির বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS