চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরে চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে শাহাদত হোসেন (৭) নামে এক মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি আজ রোববার (১৪ জুলাই) আনুমানিক বিকেল সাড়ে ৩টায় উপজেলার ২নং সাতনালা ইউনিয়নের জোত সাতনালা গ্রামের শিবমন্দিরের কাছে কেনালপাড়ায় ঘটেছে। নিহত শাহাদত হোসেন জোত সাতনালা গ্রামের কেনালপাড়ার শাহিন ইসলামের ছেলে এবং প্রথম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, ওই সময় শিশু শাহাদত হোসেন বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে এসে অপর ৩ শিশুর সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায়।
ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গ্রামীণ শহর রানীরবন্দরে চিকিৎসকের কাছে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতনালা ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।