আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার দলিল লেখক সমিতির নেতাদের সাথে সাব রেজিস্টারের অশোভন আচরণের অভিযোগে, সাব-রেজিস্ট্রার মুদাচ্ছির হাসানের প্রত্যাহারের দাবি তুলেছে দলিল লেখক সমিতি।
সপ্তাহব্যাপী কর্মবিরতি চলায় দলিল রেজিস্ট্রি বন্ধ রয়েছে। ফলে একদিকে যেমন সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে অর্থের প্রয়োজনে অনেকে জমির মালিক জমি বিক্রি করতে না পারায় ক্ষতির ও হয়রানির সম্মুখিত হচ্ছেন।
নতুন যোগদানকারি সাব-রেজিষ্ট্রার মুদাচ্ছির হাসানকে অবিলম্বে প্রত্যাহারের দাবিতে দলিল লেখক সমিতি আজ রোববার (১৪ জুলাই) দলিল লেখক সমিতির কার্যালয়ে তারা আবারো প্রতিবাদ সভা করেন।
দলিল লেখক সমিতির সভাপতি আইয়ুব হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, সহ-সভাপতি আলেফ উদ্দীন, সহ সম্পাদক আখতারুজ্জামান রতন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কোষাধক্ষ আব্দুস ছালাম, দলিল লেখক আব্দুল কুদ্দুস, আতোয়ার রহমান, রনজিত পাল, জাকির হোসেন মিন্টু. খাদেমুল, হেলাল প্রমুখ।
সভায় বক্তরা সাব-রেজিস্ট্রার মুদাচ্ছির হাসানকে অবিলম্বে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।