ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ভূরুঙ্গামারীতে ৪ দিন বন্ধ থাকার পর সোনাহাট স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। গত বুধবার থেকে এ কার্যক্রম শুরু হয়।
জানা যায়, চলমান কারফিউ ও সাধারণ ছুটির কারণে গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকে। গত বুধবার থেকে আংশিক কার্যক্রম শুরু হয় এবং ২৯টি ভারতীয় পাথর বোঝাই ট্রাক সোনাহাট স্থলবন্দরে প্রবেশ করে। গতকাল বৃহস্পতিবার এরিপোর্ট লেখা পর্যন্ত ৪৭টি পাথর বোঝাই ভারতীয় ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেছে।
সোনাহাট স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, বন্ধে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে। সোনাহাট স্থলবন্দর সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, কারফিউ ও সাধারণ ছুটির কারণে ৪ দিন স্থলবন্দর বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার থেকে আংশিক চালু হয়েছে। নেট সমস্যার কারণে যোগাযোগে অসুবিধা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।