রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ডোবার পানিতে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার চাকিরপশার ইউনিয়নের চকনাককাটি গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গ্রামের রাজু মিয়ার ছেলে জিহাদ গতকাল শনিবার সকলের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পেছনে ডোবার পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার ভাসমান লাশ দেখতে পেলে প্রতিবেশীরা এসে লাশ ডোবা থেকে উদ্ধার করে।
খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে পানিতে পড়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় দাফনের অনুমতি দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।