ভিডিও

সরকারের পদত্যাগের পর বগুড়ায় দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা

প্রকাশিত: আগস্ট ০৫, ২০২৪, ১০:২২ রাত
আপডেট: আগস্ট ০৬, ২০২৪, ০১:৫২ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : সরকার পতনের ঘোষণা আসার পরপরই আজ সোমবার (৫ আগস্ট) বিকেলে বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হন।

বিকেলে জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, সাবেক যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সৈয়দ জহুরুল ইসলামসহ বিপুল সংখ্যাক নেতকর্মী দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন।

জেলা বিএনপির সহ সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এ সময় বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে। এই সফলতা ছাত্র জনতার।

এই বিজয় ছাত্র সমাজের। সাবেক যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস জানান, গত ১৫ বছর বিএনপির লাখ লাখ নেতাকর্মীর ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। তাদের মামলায় জর্জরিত করা হয়েছে।

তিনি বলেন, এখন দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে দেশে স্থিতিশিলতা আসবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS