নিউজ ডেস্ক: কুমিল্লায় সোমবারের (৫ আগস্ট) সহিংসতায় দুই পুলিশ সদস্যসহ ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পিটুনিতে কুমিল্লার তিতাস থানা পুলিশের দুই সদস্যসহ চারজন, গুলিতে এক যুবক এবং ছয়জন মারা গেছেন আগুনে পুড়ে।
সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলা সহিংসতায় মৃত্যু হয় তাদের।
নিহতরা হলেন- তিতাস থানার উপপরিদর্শক রেজাউল করীম ও কনস্টেবল মাইন উদ্দিন, দাউদকান্দি উপজেলার তুজারভাঙা গ্রামের বাবু মিয়া (২১), কুমিল্লা নগরের তালপুকুরপাড়ের সামি, অশোকতলা এলাকার আশিক (১৪), শাকিল (১৪), শাওন (১২), মাহফুজুর রহমান (২২), রনি (১৬) ও মহিন (১৭)। চৌদ্দগ্রামে নিহত যুবকের নাম জানা যায়নি।
এসব ঘটনায় কমপক্ষে ৩০ জন গুলিবিদ্ধসহ অনেকে আহত হন।
মঙ্গলবার তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন বলেন, মরদেহগুলো ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।