ভিডিও

১১ দফা দাবিতে বগুড়ায় পুলিশের বিক্ষোভ

প্রকাশিত: আগস্ট ০৮, ২০২৪, ০৯:৪০ রাত
আপডেট: আগস্ট ০৯, ২০২৪, ০২:২২ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বাহিনীতে সংস্কারসহ ১১ দফা দাবিতে বগুড়ায় পুলিশ সদস্যরা বিক্ষোভ করেছেন। কর্মে ফিরতে ১১ দফা দাবিতে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে পুলিশ লাইন্সে পুলিশের পোশাক বিহীন অবস্থায় অধ:স্তন কয়েকশ’ কর্মকর্তা-কর্মচারী ‘পুলিশ সংস্কার চাই প্ল্যাটফর্ম’এর ব্যানারে এ বিক্ষোভ করেন। ‘বগুড়াস্থ বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সদস্যবৃন্দ’ এর অয়োজন করেন।

স্বাধীন পুলিশ কমিশন গঠন, নিরাপত্তা নিশ্চিত এবং ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নিহত-আহত পুলিশ সদস্যদের ক্ষতিপূরণ দেওয়াসহ ১১ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করছেন তারা।

বিক্ষোভে কর্মসূচিতে তারা বলেন, ‘আমরা দেশবাসীর শত্রু হতে চাই না, জনগণের বন্ধু হতে চাই। আমরা দেশবাসীর কাঁধে কাঁধ মিলিয়ে দেশের হয়ে কাজ করতে চাই। রাজনৈতিক মন্ত্রী-এমপিদের কাছ থেকে সুবিধা পেয়ে অনেক দালাল পুলিশ অফিসার আমাদের যেমন খুশি তেমনভাবে ব্যবহার করেছেন।’

বক্তারা বলেন, ‘এসব দলাদলিতে আমরা থাকতে চাই না। পুলিশ বাহিনীর দালালদের কারণে আমরা এবং আমাদের পরিবার এখন অনিরাপদ। আপনারা দেখেছেন কীভাবে অনেক পুলিশ সদস্যকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি এসব ছাত্রদের কাজ না।

বিক্ষোভকালে তারা ‘বিসিএসের দালালি, চলবে না চলবে না’, ‘মন্ত্রীদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমার ভাই মরলো কেন, জবাব চাই জবাব চাই, এ ধরণের বিভিন্ন ধরনের শ্লোগান দেন।

দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের বিশেষত অধস্তন কর্মকর্তা-কর্মচারীর সার্বিক সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১১ দফা দাবি তুলে ধরেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS