বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা ও সমবেদনা জানিয়েছে বগুড়া জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে বিএনপি নেতৃবৃন্দ শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্রি এলাকার শহীদ সিয়াম হোসেন এবং শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকার সেলিম উদ্দিনের পরিবারের সাথে সাক্ষাত করে দলের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এরপর শহীদ সিয়ামের বাড়িতে গিয়ে অনুরূপ সহায়তা প্রদান এবং সমবেদনা জানান।
পরে বাদ জুম্মা শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত এবং যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনায় কেন্দীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়া জেলা বিএনপি উদ্যোগে দোয় মাহফিল অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড. একেএম মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপাপ্ত সাধারন সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন নবী সালাম, জাহিদুল ইসলাম হেলাল, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবকদলের আবু হাসান, ছাত্রদলের নূরে আলম সিদ্দিকী রিগ্যান, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি প্রমুখ।
পরে বিএনপি নেতৃবৃন্দ বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় জেলা বিএনপির সভাপতি বলেন, যেকোন দখল বা অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কেউ ছাড় পাবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।