ভিডিও

বগুড়ার আদমদীঘিতে হিন্দু সম্প্রদায়ের পাশে জামায়াতে ইসলামী

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৯:৪৮ রাত
আপডেট: আগস্ট ১০, ২০২৪, ০৯:৪৮ রাত
আমাদেরকে ফলো করুন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : দেশে চলমান পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা বিধানের লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলা সদর জামায়াতে ইসলামি সম্প্রীতি রক্ষায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছে। আজ শনিবার (১০ আগস্ট) দুপুরে তারা আদমদীঘি সদর চড়কতলা, কুসুম্বী ও বশিপুর গ্রামসহ বিভিন্ন গ্রামে হিন্দু সম্প্রদায়ের সাথে এর নেতারা মতবিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন।

মতবিনিময়কালে জামায়াত নেতৃবৃন্দ বলেন, তারা হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য অতন্দ্র প্রহরী হিসেবে পাশে থেকে কাজ করবেন।

এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি সদর ইউনিয়ন জামায়াতের আমির ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম রিপন, জামায়াত নেতা আহসান হাবীব পল্টু, আব্দুল হামিদ, আব্দুল হান্নান, শ্রমিক নেতা আব্দুর রহিম মাস্টার, ফরিদুল ইসলাম প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS