বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তিতে শুকরিয়া আদায় এবং তার সুস্থতা কামনা করে বগুড়া জেলা বিএনপি উদ্যোগে আজ রোববার (১১ আগস্ট) বাদ জোহর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশা, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির উপদেষ্টা ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, মাসুদার রহমান হিরু, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কে এম খাইরুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, নির্বাহী কমিটির সদস্য ও জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল হক সুমন, বিএনপি নেতা আব্দুল মালেক, রাজু হোসেন পাইকার, রুস্তম আলী, শামীম রেজা, মইনুল হক বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, যুবদল নেতা রাশেদুল ইসলাম রাশেদ, আহসান হাবিব মমি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগান, শ্রমিকদল নেতা এস আলম, শামসুজ্জামান শামসু প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।