ভিডিও

রাঙামাটিতে কর্মে ফিরেছে পুলিশ

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ০৩:৫৬ দুপুর
আপডেট: আগস্ট ১২, ২০২৪, ০৩:৫৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় রাঙামাটিতে পুরোদমে কর্মে ফিরেছে পুলিশ সদস্যরা। 

সোমবার (১২ আগস্ট) সকাল থেকেই সড়কে ট্রাফিক পুলিশ ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।

এসময় সকালে পুলিশ সুপার মীর আবু তৌহিদ শহরের বনরূপা এলাকায় এসে পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন এবং খোঁজ খবর নেন।

এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, পরিবর্তনের পরিস্থিতিতে পুলিশ নতুন আঙ্গিকে কার্যক্রম শুরু করেছে। জনগণের যে সম্মতি তার ভিত্তিতে পুলিশ কার্যক্রম পরিচালনা করবে। আশা করছি পুলিশ নতুন উদাহরণ সৃষ্টি করবে। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, শাহনেওয়াজ রাজু, সাইফুল ইসলাম, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS