নিউজ ডেস্ক: মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্রী হোস্টেলে শিক্ষার্থীদের কাছে ১৫ আগস্টের শোক দিবসের চাঁদা দাবির অভিযোগে জেরিন বিশ্বাস নামের এক ছাত্রলীগ নেত্রীকে কান ধরে ওঠবস করিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। জেরিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক। তিনি বিএসএস (অনার্স) তৃতীয় বর্ষের ছাত্রী।
মানিকগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফরিদ হোসেন বলেন, ‘ছাত্রলীগ নেত্রী জেরিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় ওয়াইফাই, ব্যানার, লিফলেট, মিছিলের নাম করে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করতেন। চাঁদা দিতে রাজি না হলে নির্যাতনসহ ছাত্রলীগ নেতাদের দিয়ে নানাভাবে হয়রানি করতেন।’
তিনি আরও বলেন, ‘বুধবার (১৪ আগস্ট) দুপুরে জেরিন হোস্টেলে এসে কয়েকজন ছাত্রীর কাছে ১৫ আগস্টের শোক দিবসের কথা বলে ১০০ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি জানতে পেরে তাকে কলেজ হোস্টেলে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। জিজ্ঞাসাবাদে তিনি চাঁদা দাবি করার কথা স্বীকার করেন। পরে তাকে ১০ বার কান ধরে ওঠবস করিয়ে পুলিশে সোপর্দ করা হয়।’
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন বলেন, ‘জেরিন বিশ্বাসের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাকে আদালতে পাঠানো হবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।