ভিডিও

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রভোস্টসহ ৮ জনের পদত্যাগ

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০৯:২৬ রাত
আপডেট: আগস্ট ১৬, ২০২৪, ০৬:১৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

রংপুর প্রতিনিধি: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহিদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মীর শাহীনুর রহমান ও ৭জন সহকারী প্রভোস্ট পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ পদত্যাগ করেন এবং গত ৬ আগস্ট প্রক্টর মো. শরিফুল ইসলাম, পরিবহন পরিচালক ড. কামরুজ্জামান, গ্রন্থাগার পরিচালক প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. বিজন মোহন চাকী পদত্যাগ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। এরপর বেরোবির গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা একে একে পদত্যাগ করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS