বগুড়ায়
স্টাফ রিপোর্টার: বগুড়ায় রেললাইনের প্যান্ডেল ক্লিপ খুলে নাশকতার চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে সদরের আপুইল গ্রামের পাশে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মিঠন সদরের কহিতকুল গ্রামের জুয়েল প্রামাণিকের ছেলে। এসময় তার কাছ থেকে রেল লাইনের ১৯টি প্যান্ডেল ক্লিপ উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার ওসি মো: সাইহান ওলিউল্লাহ জানান, রাত সাড়ে ১০টার দিকে রেললাইনের পাশে শব্দ শুনতে পেয়ে স্থানীয় লোকজন নিয়ে এগিয়ে যায়। এ সময় দুই যুবক পালিয়ে গেলেও মিঠনকে ধরে ফেলে স্থানীয়রা। পরে রেললাইন থেকে খোলা ১৯টি প্যান্ডেল ক্লিপ উদ্ধার করা হয়। এ ঘটনায় রেলওয়ে থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিবে। বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান বলেন, ‘রাতে কোনো ট্রেন চলাচল ছিল না। সকালে প্যান্ডেল ক্লিপ লাগানো হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।