পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে দ্রুতগামী পিকআপের ধাক্কায় আশরাফুল ইসলাম (৩৫) নামে বড়পুকুরিয়া কয়লা খনির এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। সে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের ফয়জার রহমানের ছেলে।
আজ শুক্রবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আশরাফুল তার বাবাকে মোটরসাইকেলে নিয়ে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের হাবড়া কালিবাড়ী নামকস্থানে একটি বাসে তুলে দিয়ে আসে।
বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপের ধাক্কায় সে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং মোটরসাইকেলটি ভেঙে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।