নিউজ ডেস্ক: মাছ ধরতে গিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওরে বজ্রপাতে আলী আকবর (৩০) ও কাঞ্চন মিয়া (৩২) দুই জেলে প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ বজ্রপাত ঘটে।
নিহত আলী আকবর জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকায় আবুল কাশেমের ছেলে ও কাঞ্চন মিয়া একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
ওসি জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকার ১১ সদস্যের একটি জেলে দল হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে যায়। রাত ৩টার দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ প্রচুর বজ্রপাত শুরু হয়। এসময় তাদের নৌকায় একটি বজ্রপাত এসে পড়লে দুই জেলের মৃত্যু হয়। বাকিরা আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।