শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে পায়েল (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আজ শনিবার (১৭ আগস্ট) উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমকোলা গ্রামে ঘটনাটি ঘটে। সে বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
জানা যায়, আজ শনিবার (১৭ আগস্ট) কায়েমকোলা গ্রামের পলাশের মেয়ে পায়েল বাবা মায়ের সাথে অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
থানার অফিসার ইনচার্জ সবুজ রানা জানান, ঘটনাটি তিনি শুনেছেন। কোন অভিযোগ না থাকায় লাশ পোস্ট মর্টেম করা হয়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।