উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সোমবার ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল গোল চত্ত্বরের পাশে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত এবং মাইক্রোর চালক আহত হয়েছেন। নিহতরা হলেন, জসীম উদ্দিন(৬৫) তার স্ত্রী ময়না খাতুন(৬০)ছেলে জামাল হোসেন (৪৫) ও কামাল হোসেন(৪২)। আহত মাইক্রো চালক আথিকুর রহমান(২২)। এদের সবার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। নিহতরা সবাই মাইক্রোর যাত্রী ছিলেন।
সলঙ্গা থানার ডিএসবি’র অপারেটর মোঃ নজরুল ইসলাম জানান, জসীম উদ্দিন অসুস্থ ছিলেন। ঢাকায় চিকিৎসা শেষে রোববার রাতে তিনি তার স্ত্রী ও তার দুই ছেলেকে নিয়ে মাইক্রোতে করে বাড়ি ফিরছিলেন। উক্ত স্থানে এই দূঘর্টনায় স্ত্রী ও সন্ত্রানসহ তিনি মারা যায়। ঘাতক ট্রাকটি দূঘর্টনার পরই পালিয়ে যায়। এ ব্যাপারে উল্লাপাড়ার সলঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।