বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা থানা পুলিশ মানসিক ভারসাম্যহীন কিশোর রাব্বিকে (১৬) তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।
গত ১৬ আগস্ট উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের এলাকায় উদ্দেশ্যেবিহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন মানসিক ভারসাম্যহীন কিশোর মোঃ রাবিকে বোদা থানার হেফাজতে দেন। জিজ্ঞাসাবাদে সে গ্রামের নাম বলতে পারে না।
সে রংপুর অঞ্চলের ভাষায় কথা বলে। কিশোরটিকে তার পরিবারের জিম্মায় প্রদানের জন্য ফেসবুকে পোস্ট করা হয়। উক্ত পোস্ট দেখে মানসিক ভারসাম্যহীন কিশোরের ভাই, চাচা সহ তার আত্মীয়-স্বজন বোদা থানায় যোগাযোগ করেন।
কিশোরটি লোকজন গতকাল সোমবার বোদা থানায় হাজির হয়ে তাদের জিম্মায় গ্রহণ করে নিয়ে যান বলে বোদা থানার অফিসার ইনচার্জ মো. মোজাাম্মেল হক নিশ্চিত করেন। রাব্বির বাবার নাম বাবলু, মাতার নাম রেহানা, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।