ভিডিও

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০৭:০৬ বিকাল
আপডেট: আগস্ট ২০, ২০২৪, ০৭:০৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রাম এলাকায় পদ্মা নদীর ধারে অভিযান চালিয়ে একটি ব্যাগ থেকে ওই হেরোইন উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের সম্ভাব্য রুট ওই এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে মর্মে গোয়েন্দা তথ্যে র‌্যাব সদস্যরা পূর্ব পরিকল্পনা মোতাবেক ওই এলাকায় ওঁৎ পেতে নজরদারি শুরু করে।

এসময় ওই এলাকায় নদীতে থাকা একটি নৌকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মাদকের ব্যাগটি গ্রহণের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই ব্যাগ তল্লাশি করে হেরোইন পাওয়া যায়। জব্দ হেরোইন প্রয়োজনীয় আইনগত গ্রহণের পর চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS