সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে শাহিন ফকির (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়িতে সে আত্মহত্যা করে। শাহিন সলঙ্গা থানার নলকা ইউনিয়নের নলছিয়া গ্রামের খলিলুর রহমান ফকিরের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শাহিন গাজীপুর জিরানীতে একটি গার্মেন্টসে চাকরি করত। গতকাল সে ঢাকা থেকে বাড়ি এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে। রাত ৩টার দিকে তার স্ত্রী ঘুম থেকে জেগে দেখে তার স্বামীকে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাটিকুমরুলের একটি প্রাইভেট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তাজউদ্দিন আহম্মেদ আজ বুধবার (২১ আগস্ট) দুপুরে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।