কোর্ট রিপোর্টার : বগুড়া জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের অপসারণ ও পদত্যাগের দাবিতে বগুড়া বিচার বিভাগের কর্মচারিরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করছেন।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সোয়া ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। বগুড়ার বিদায়ী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান সিদ্ধান্তের প্রতিবাদের সূত্র ধরে বগুড়া বিচার বিভাগের কর্মচারিরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।