নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের টেঁটাযুদ্ধে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। বুধবার (২১ আগস্ট) রাতভর এই সংঘর্ষ চলে।
নিহতরা হলেন- জুনায়েদ, ফিরোজা বেগম ও তোফাজ্জল। তাৎক্ষণিক বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জন মারা যান। গুরুতর আহতাবস্থায় একজনকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।