তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটে। আর এ ঘটনার ২০দিন পর বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনে আহত এক ছাত্রের অভিভাবক মো. সাইফুল ইসলাম খন্দকার বাদি হয়ে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুবলীগ ও ছাত্রলীগের নামীয় ২৯জন নেতাসহ অজ্ঞাত আরও ১শ’ থেকে ১২০ জনের নামে মামলা করেছেন।
গতকাল শুক্রবার রাতে তাড়াশ থানায় ওই মামলাটি দায়েরের বিষয়টি তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম নিশ্চিত করেছেন। এ মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়কসহ ছাত্ররা তাড়াশ সদরের জিকেএস মোড়ে অবস্থান নেন।
এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নামীয় ওই ২৯ জনসহ অজ্ঞাত আরও ১শ’ থেকে ১২০ জনের আগ্নেয় অস্ত্র, হাসুয়া, লোহার রড, গোলাবারুদসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে হামলা করে। এতে বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের নেতা সাব্বির খন্দকারসহ অনেকে গুরুতর আহত হন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।