বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বগুড়ায় নিহত ৩ পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন আজ শনিবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলা রভুস্কুর গ্রামে নিহত সোহেল রানা, কাহালুর মনিরুল ইসলাম ও দুপচাচিয়ার আবু রায়হানের বাড়িতে যান। তিনি শহীদের পরিবারকে শান্তনা দেন ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলার সাবেক আমীর মাও. আব্দুর রহিম, জামায়াত অধ্যক্ষ মাও. আব্দুল হক, মাও. আব্দুল হাকিম, মো. মনজুরুল ইসলাম রাজু, আনোয়ারুল হক, নুরুল ইসলাম মন্ডল, মাও. আব্দুর রহমান, আব্দুল হান্নান, মো. মনছুর আলী, আব্দুল গনি মন্ডল, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, আশরাফ আলী, মাও. আব্দুস শাহীদ, শহীদুর রহমান সবুজ, আবু ইউসুফ প্রমুখ।
তিনি নিহত প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে ২ লাখ টাকা করে সহায়তা প্রদান করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।