কোর্ট রিপোর্টার : বগুড়া জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের অপসারণ ও পদত্যাগের দাবিতে বগুড়া বিচার বিভাগের কর্মচারিরা আজও তালা ঝুলিয়ে কলমবিরতি ও বিক্ষোভ করেছেন।
আজ রোববার (২৪ আগস্ট) সকাল সোয়া ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়। ভারপ্রাপ্ত নাজির শাহিন ইকবাল কর্তৃক নেজারত আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক মো. মনিরুজ্জামানের সাথে অশোভন আচরণ করলে আদালতের কর্মচারির সাথে মারপিটের ঘটনার প্রেক্ষিতে এই কলমবিরতি কর্মসূচি শুরু হয়। পরে জেলা জজের সম্মেলন কক্ষে জেলা জজ ছাড়া অন্যান্য বিচারক, কর্মচারি ও বার নেতৃবৃন্দের এক সভায় বেলা আড়ইটা থেকে আদালতের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।