ভিডিও

বগুড়ার শাজাহানপুরের আট শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ১১:৩০ রাত
আপডেট: আগস্ট ২৫, ২০২৪, ১১:৩০ রাত
আমাদেরকে ফলো করুন

শাজহানপুর (বগুড়া) প্রতিনিধি : শেখ হাসিনা সরকারের পতনের পর বগুড়ার শাজাহানপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধানদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। তাদের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সরকারি এক প্রজ্ঞাপনে দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বাতিল করলে সভাপতির পদত্যাগের আন্দোলন থেকে সরে দাঁড়ান শিক্ষার্থীরা। কিন্তু প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকে।

উদ্ভুত পরিস্থিতি পরিস্থিতি সামলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদানের পরিবেশ ফিরে আনার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান নিযুক্ত করা হয়েছে।

ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানগণ হলেন সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ে মো. সাজ্জাদ হোসেন, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে মো. আব্দুল হালিম দুদু, মালিপাড়া আর.আর.এম.ইউ হাইস্কুলে এসএএম মোশারফ হোসেন, সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ে মো. ফজলুল হক, পোয়ালগাছা মুসলিম উচ্চ বিদ্যালয়ে মো. আবু সাইদ, ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ে মো. রেজাউল হাসান, খরনা নাদুরপুকুর উচ্চ বিদ্যালয়ে আব্দুস সালাম সরকার এবং চোপীনগর উচ্চ বিদ্যালয়ে মো. জাহিদুর রহমান।

আজ রোববার (২৫ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এ সংক্রান্ত পত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পৌঁছানো হয়েছে। পত্রে উল্লেখ করা হয় সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, শাজাহানপুর উপজেলাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান দীর্ঘদিন যাবত অনুপস্থিত আছেন। ফলে পাঠদান ব্যাহত হচ্ছে এবং প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে।

অন্যান্য শিক্ষক-কর্মচারীগণও নিয়মিত প্রতিষ্ঠানে আসছেন না, আসলেও ক্লাসে মনযোগ দিচ্ছেন না। এতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাঠদানের পরিবেশ ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনসরণ পূর্বক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ/সহকারী প্রধান শিক্ষক/সহকারী সুপার/জেষ্ঠ্য শিক্ষককে সাময়িকভাবে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করা হলো।

শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম জানিয়েছেন, সম্প্রতি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীরা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলেন। তাদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেন।

এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একাডেমিক কার্যক্রম ভেঙে পড়ে। এমতাবস্থায় পাঠদানের পরিবেশ ফিরে আনতে শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগের প্রাথমিক তদন্ত সাপেক্ষে কয়েকটি প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান নিযুক্ত করা হয়েছে। বাকি প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত সাপেক্ষে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS