স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনুকে গ্রেফতার করা হয়েছে।
দুটি হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি টিম ২৫ আগস্ট রাত সাড়ে দশটার দিকে তাকে গ্রেফতার করে।
জেলা ডিবির ইনচার্জ ইন্সপেক্টর মুস্তাফিজ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন শহরের মালতিনগর ভাটকান্দি এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বগুড়া শহরের পৃথক দুটি স্থানে আন্দোলনে অংশ নেওয়া দুজনকে হত্যা করা হয়। সেই দুটি হত্যা মামলার আসামি শাহাদত আলম ঝুনু।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।