রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে ভেড়ামারা খালের পানিতে ডুবে জাহিদ হাসান (৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামে ঘটনাটি ঘটে। জাহিদ বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ও গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, জাহিদ বাড়ির পাশের খালে সাথীদের সাথে মাছ ধরা দেখতে যায়। মাছ ধরা দেখার একপর্যায়ে সবার অজান্তে পানিতে নামলে গভীর পানিতে সে ডুবে যায়। পরে পরিবার ও আশেপাশের লোকজন অনেক খোঁজাখুঁজির পর খাল থেকে তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুলাল চন্দ্র রায় তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।