কোর্ট রিপোর্টার : বগুড়া শহরের বৃন্দাবন পাড়ায় আলোচিত জামাল উদ্দিন হত্যা মামলায় তার স্ত্রী জেসমিন আকতারের যাবজ্জীবন ও পরকীয়া প্রেমিক মোজাফ্ফর হোসেনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরের দিকে বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ হাবিবা মন্ডল এই রায় দেন। রায়ে জেসমিন আকতারের ৫০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড এবং মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মোজাফ্ফরেরও একই পরিমাণ জরিমানা করা হয়। উল্লেখ্য, ননদের স্বামী মোজাফ্ফর হোসেনের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন জেসমিন আকতার। এই সম্পর্ককে স্থায়ীরূপ দিতে প্রেমিকের সাথে যোগসাজস করে স্বামী জামাল উদ্দিনকে হত্যা করেন তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।