বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে উপজেলার মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাহবুব আলমকে আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সাময়িক বরখাস্ত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান। মাহবুব আলম অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ার পর থেকে কলেজ শিক্ষকদের মধ্যে বিরোধ চলে আসছিল।
তার নিয়োগ নিয়ম মেনে হয়নি অভিযোগ এনে ঐ কলেজের সহকারী অধ্যপক মমতাজ বেগম কোর্টে মামলা দায়ের করেছিলেন এবং বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছিলেন। অভিযোগের ভিত্তিতে শিক্ষা অধিদপ্তর ইতোমধ্যেই তার বেতন স্থগিত করেছেন বলে কলেজের অন্যান্য শিক্ষকরা জানান।
গত দুইদিন থেকে ছাত্রছাত্রীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছিল। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) ও ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে এবং ইউএনওকে স্মারকলিপি দেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুব হাসান ঘটনার সত্যতা স্বীকার করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।