চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরে ২ কেজি গাঁজাসহ রবিউল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২নং ওয়ার্ডের পাঠানপাড়া মহল্লায় অভিযানটি পরিচালনা করা হয়। রবিউল একই ওয়ার্ডের স্বর্ণকারপট্টি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত রবিউল এলাকার চিহ্নিত মাদক কারবারি। সে সীমান্ত এলাকা থেকে মাদক এনে জেলার বিভিন্নস্থানে সরবরাহে জড়িত।
গোয়েন্দাসূত্রে মাদকের চালান সরবরাহের তথ্যে অবস্থান নিয়ে র্যাবের একটি দল মাদক সরবরাহের সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।