ভিডিও

পাবনা সুজানগরে পাথরের নিচে লুকানো ৩০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক আটক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ১০:৫৪ রাত
আপডেট: আগস্ট ২৯, ২০২৪, ১২:৫১ রাত
আমাদেরকে ফলো করুন

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাথরের নিচে লুকিয়ে আনা ৩শ’ বস্তা অবৈধ ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক করেছে পাবনার সুজানগর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে পাবনা-নগরবাড়ী মহাসড়কের সুজানগর উপজেলাধীন বদনপুর নামক স্থান থেকে ওই ট্রাক আটক করা হয়।

সুজানগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে একটি ট্রাক সিলেট থেকে পাথরের নিচে লুকিয়ে ৩শ’বস্তা অবৈধ ভারতীয় চিনি নিয়ে পাবনা শহরে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে টহলরত সুজানগর থানা পুলিশ ওই স্থান থেকে ট্রাকটি আটক করে।

এক পর্যায়ে ত্রিপল দিয়ে ঢাকা ট্রাকটি তল্লাশি করে ওপরে সামান্য কিছু পাথরের দেখা মিললেও ভিতরে পাওয়া যায় ৩শ’ বস্তা অবৈধ ভারতীয় চিনি। তবে এ সময় ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। চিনিগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সুজানগর থানায় একটি মামলা হয়েছে বলে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS