নিউজ ডেস্ক: কুমিল্লার মুরাদনগর সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রাম থেকে রাবেয়া আক্তার (১৫) নামে এক কিশোরীর হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
রাবেয়া আক্তার ওই গ্রামের দক্ষিণপাড়ার প্রবাসী জাকির হোসেনের মেয়ে। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বাবা জাকির হোসেন বলেন, রাবেয়া আমাদের সঙ্গে বড় ঘরে থাকত। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে ছোট ঘরে খাটের ওপর তার হাত-পা বাঁধা গলাকাটা মরদেহ দেখতে পাই। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেম ঘটিত কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। জড়িতদের শনাক্তে পুলিশের অনুসন্ধান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।