ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বাড়িতে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মজিদ(৫৫) নামে এক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মজিদ গ্রামের শুক্কুর আলীর ছেলে ও ধুনট সদর ইউনিয়ন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেতা ছিলেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আব্দুল মজিদের স্ত্রী বেড়াতে যাওয়ায় তিনি নিজেই বাড়িতে খাবার রান্না করেন। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (৩০ আগস্ট) সকালের দিকে রান্নাঘরে বৈদ্যুতিক হিটারে রান্নার সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল মজিদের মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শেষে আব্দুল মজিদের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।