স্পোর্টস ডেস্ক : জয় দিয়েই প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ফুলহামকে ১-০ গোলে হারিয়েছে এরিক টেন হাগের দল। অন্যদিকে ফরাসি লিগ ওয়ানের প্রথম ম্যাচে লে হাভেরকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে জয় পেতে বেশ কষ্টই করতে হয়েছে ম্যানইউকে। প্রথমার্ধে ফুলহামের রক্ষণ ভাঙতে পারেনি তারা। গোল করার সুযোগ পেয়েও মিস করেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধে সেই হতাশা আরও বাড়তে থাকে। কারণ, ম্যাচের সময় কমতে থাকলেও গোলের দেখা পাচ্ছে না রেড ডেভিলরা। অবশেষে মূল সময়ের মাত্র ৩ মিনিট বাকি থাকতে গোল করেন জার্কজি। সেই গোলেই জয় নিশ্চিত করে গোটা ৩ পয়েন্ট পেয়ে যায় ম্যানইউ।
অপরদিকে ফরাসি লিগ ওয়ানের প্রথম ম্যাচে লে হাভেরকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। লিগ ওয়ানে লে হাভেরের বিপক্ষে ম্যাচের তিন মিনিটেই লি কাং-ইনের গোলে এগিয়ে যায় পিএসজি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে হাভের। তবে এরপর আক্রমণের ঢেউ তোলে পিএসজি। যদিও গোলের দেখা পাচ্ছিল না ফরাসি জায়ান্টরা। ম্যাচের শেষ পাঁচ মিনিটে ৩ গোল পায় দলটি। ৮৫ মিনিটে পিএসজিকে ২-১ গোলে এগিয়ে দেন উসমান দেম্বেলে। পরের মিনিটেই গোল করেন বারকোলা। তার চার মিনিট পর আরও ১টি গোল দেন কোলো মুয়ানি। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয়ে মাঠ ছাড়ে পিএসজি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।