নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে মাদ্রাসাছাত্র মাহবুব হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সৈকতকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২৯ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
সৈকত আড়াইহাজারের হাইজাদী এলাকার সেন্দীপাড়া গ্রামের মো. বিল্লালের ছেলে। র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাদ্রাসাছাত্র মাহাবুব হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সৈকতসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আসামিদের মধ্যে কাউছার জেলহাজতে থাকলেও অপর দুই আসামি সৈকত ও শামীম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সৈকতের অবস্থান শনাক্তের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এ বছরের ১৭ মে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দীপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মাহবুবের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। গত ৩১ জুলাই নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।