ভিডিও

মাল্টা চাষে সফল দিনাজপুর বিরলের যুবক আবুল কালাম আজাদ বাবু

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৬:২০ বিকাল
আপডেট: অক্টোবর ৩০, ২০২৪, ০৬:২০ বিকাল
আমাদেরকে ফলো করুন

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে মাল্টা বাগান করে সফল হয়েছে যুবক আবুল কালাম আজাদ বাবু। যুবক আবুল কালাম আজাদ বাবু উপজেলার ভান্ডারা ইউনিয়নের বালান্দোর গ্রামের সাবেক বিডিআর সদস্য ওয়াহেদ আলীর ছেলে। ১ ভাই ও ১ বোনের মধ্যে বাবু ছোট। ২০০০ সালে এসএসসি পাশ করে বাবু। বাবার অসুস্থতার কারণে পড়ালেখা করা আর সম্ভব হয়নি এই যুবকের।

পরিবারের কারণে একপ্রকার বাধ্য হয়েই বাবু উন্নয়নমূলক নানা উদ্যোগ গ্রহণ করে। এরমধ্যে সবজি চাষ, জিআই তার দিয়ে বেড়া তৈরির কারখানা এবং প্রশিক্ষণ নিয়ে শুরু করে বেটেনারী চিকিৎসা। সব মিলে ভালোই দিন কাটছে যুবক বাবু’র।

উদ্যোক্তা মনোভাবাপন্ন হবার কারণে এই যুবক গত চারবছর আগে বাড়ির পাশে মাত্র ৫০ শতাংশ জমিতে গড়ে তোলে রসালো মাল্টা বাগান। এই বাগানে রয়েছে বারী-১ জাতের ২শ’টি মাল্টা গাছ। আর মাল্টা বাগানের চারপাশে ঘিরে রয়েছে ১৩০ টি সুপারির গাছ।

এই মাল্টা বাগান করতে ২শ’টি মাল্টা চারা ৩০ হাজার টাকা এবং ১৩০টি সুপারির চারা ১৫ হাজার মোট ৪৫ হাজার টাকা তার খরচ হয়েছে। এছাড়া বাগানের বেড়া ও প্রাথমিক পরিচর্যায় খরচ হয়েছে আরও ৫০ হাজার টাকা। সব মিলে মাত্র প্রায় ১ লাখ টাকায় সে গড়ে উঠেছে এই মাল্টা এবং সুপারি বাগান। তার মাল্টা বাগানে থোকায় থোকায় ঝুলছে সুস্বাদু মাল্টা।

এবার এই বাগান থেকে ১শ’ মণের অধিক মাল্টা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে, যুবক আবুল কালাম আজাদ বাবু। ৬০ টাকা কেজি দর হিসেবে এই বাগান থেকে যুবক বাবুর এবার আয় হওয়ার সম্ভাবনা রয়েছে ২ লাখ ৪০ হাজার টাকার।

এ ব্যাপারে ভান্ডারা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল আলম বলেন, আমরা প্রয়োজনীয় সকল পরামর্শ এই যুবক আবুল কালাম আজাদ বাবুকে দিয়ে আসছি এবং তিনিও সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখেন। আগামীতে আমাদের কৃষি প্রদর্শনী আছে। সেখানে আবুল কালাম আজাদ বাবু এর বাগানের মাল্টা স্থান পাবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS