ভিডিও

বগুড়ার চকসুত্রাপুর থেকে ৬৯ বোতল ফেনসিডিলসহ ৫ জন গ্রেফতার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১০:২৮ রাত
আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১০:২৮ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৬৯ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হলো,শহরের কামারগাড়ী এলাকার মৃত হাফিজার রহমানের ছেলে মোঃ রাহাত হোসেন (৪২), সদরের পূর্ব পালশা এলাকার মৃত আবু বক্করের ছেলে নূর আমিন (৩৪), বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুরের সাজু মিয়ার ছেলে বিপ্লব (২৭), একই এলাকার মৃত জাবেদ আলীর ছেলে মোঃ রঞ্জু মিয়া (৩৬),সারিয়াকান্দি উপজেলার ধাপ কালতলা এলাকার মৃত শহিদুলের ছেলে মোঃ সালাউদ্দিন (২৮)।

এ সময় তাদের হেফাজত থেকে ফেনসিডিল ছাড়াও ৬টি মোবাইল ফোন, ৬টি সীম ও  ১৪৫৮ টাকাসহ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS