ভিডিও

নওগাঁয় ভূয়া চিকিৎসকের ৬ মাসের কারাদন্ড

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১১:০০ রাত
আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১১:০০ রাত
আমাদেরকে ফলো করুন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরে এক ভূয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়। মো. মিজানুর রহমান নামের ওই ব্যক্তি নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা প্রদান করে আসছিল।

এরই ধারাবাহিকতায় নওগাঁ শহরের চকএনায়েত দয়ালের মোড়ে হেল্থ কেয়ার ল্যাব নামের একটি ক্লিনিক স্থাপন করে চিকিৎসার নামে সাধারণ মানুষদের ধোকা দিয়ে আসছিল।

বিষয়টি সন্দেহজনক হওয়ায় সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে উক্ত হেল্থ কেয়ার ল্যাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম রবিন শীষ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল কালাম আজাদ, ডাক্তার আশীষ কুমার উপস্থিত ছিলেন। আদালত উক্ত ভুয়া ডাক্তার মো. মিজানুর রহমানকে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS