স্টাফ রিপোর্টার : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় শুরু হয়েছে দশদিনব্যাপী বইমেলা। শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে মেলার উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
বগুড়া শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার আয়োজনে এবং বগুড়া জেলা প্রশাসন, পুৃলিশ প্রশাসন এবং পৌরসভার সহযোগিতায় এবারের মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
মেলার উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নর সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম-পিপিএম, বিশিষ্ট সাহিত্যিক বজলুল করিম বাহার, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাহিত্য জিজ্ঞাসা বগুড়ার সভাপতি বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ শহীদুল্লাহ।
সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মী এইচ আলিমের সঞ্চালনায় উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা বলেন, একুশ হচ্ছে কাফনে মোড়ানো অশ্রুবিন্দু। একুশের হাত ধরেই এসেছে ৬৯’র গণ অভ্যূত্থান এবং ৭১ এর মুক্তিযুদ্ধ। একুশ বা মাতৃভাষাকে ঘিরেই আয়োজন করা হয় বইমেলার। আর এই মেলাটি হচ্ছে বই পড়ার একটি প্রেরণা। বই আমাদের অন্য একটি জগতে নিয়ে যায়। বই পড়া ছাড়া যেমন কোন মানুষ সমৃদ্ধ হতে পারে না, তেমন বই না পড়লে কোন জাতি এগুতে পারে না।
বক্তারা স্মার্টফোনকে দুষ্টযন্ত্র হিসেবে আখ্যায়িত করে বলেন, বর্তমান প্রজন্ম স্মার্টফোনের কারণে কাগুজে বই পড়ার অভ্যাস হারিয়ে ফেলেছে। এই কারণে আগে লেখকের সংখ্যা কম থাকলেও পাঠকের সংখ্যা বেশি ছিল, কিন্তু এখন লেখকের সংখ্যা প্রচুর, কমেছে পাঠকের সংখ্যা। ফলে মানসম্মত বই’ও তেমন বাড়ছে না।
আয়োজকরা জানান, এবারের বইমেলায় ৩৯টি স্টল রয়েছে। মেলায় প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি নতুন লেখকদেরও প্রচুর বই স্থান পেয়েছে। মেলা মঞ্চে প্রতিদিন স্থানীয় লেখকদের বইয়ের মোড়ক উম্মোচন করা হবে। প্রথমদিন তিনটি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।
মাহমুদ হোসেন পিন্টুর কাব্যগ্রন্থ ‘মৎস্য কন্যার সাথে সমুদ্র দর্শন, আজিজার রহমান তাজের কাব্যগ্রন্থ ‘গহীন দহন’ এবং শাহানা-আরা বীণার কাব্যগ্রন্থ ‘আলো-ছায়া রোদ’। এছাড়া মেলামঞ্চে প্রতিদিন বিকাল থেকে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও সকাল থেকেই মেলায় বই বেচা কেনা শুরু হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।