ভিডিও

সৈকতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ ৪ ঘন্টা পর উদ্ধার 

প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২৪, ০৩:১৭ দুপুর
আপডেট: অক্টোবর ০৭, ২০২৪, ০৩:১৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র আজমাইনুল হকের (১২) মরদেহ শহরের সমিতিপাড়া পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ ভেসে আসে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। 

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় স্কুলছাত্র আজমাইনুল হক। সে কক্সবাজার পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং শহরের ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ রুমালিয়ারছড়ার করিমুল হকের ছেলে। 

কক্সবাজার জেলা প্রশাসনের বিচকর্মী সুপারভাইজার মাহবুব আলম জানান, সকালে ৯ জন ছাত্রের একটি দল সমুদ্র সৈকতে আসে। তারা একসঙ্গে সৈকতে ফুটবল খেলার পর সকাল সাড়ে ৮টার দিকে সাগরে গোসলে নামে। এক পর্যায়ে ২ বন্ধু ভেসে যেতে থাকলে অন্যান্য বন্ধু ও স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও অপরজন নিখোঁজ ছিল।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS